কলকাতা হবে 'সিটি অফ ফিউচার' কলকাতায় সাংবাদিক সম্মেলনে অমিত শাহ
কলকাতাকে 'সিটি অফ জয়' -এর পাশাপাশি 'সিটি অফ ফিউচার' বানাতে চান অমিত শাহ
বিজেপি কলকাতাকে 'সিটি অফ ফিউচার' করতে চান স্বরাষ্ট্র মন্ত্রী। শুক্রবার কলকাতার মিন্টোপার্কে এক সাংবাদিক সম্মেলনে এমনই প্রস্তাব রাখলেন অমিত শাহ। এদিন তিনি বলেন 'সিটি অফ জয়' এর পাশাপাশি 'সিটি অফ ফিউচার' বানাতে চান। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে সমালোচনাও করতে শোনা যায়। অমিত শাহ আক্ষেপ প্রকাশ করেন এই শহর একসময় সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট মডেল ছিল, আর আজ কোথায় অবস্থান করছে! তিনি বলেন পশ্চিমবঙ্গ একসময় দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করত। দেশের মোট জিডিপির ৩০ শতাংশ পশ্চিমবঙ্গ থেকে যেত, আর আজ যায় মাত্র ৩.৩৩ শতাংশ। এর থেকে পশ্চিমবঙ্গের দুরবস্থা সম্পর্কে জানা যায় বলে অমিত শাহ উল্লেখ করেছেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে কলকাতাকে ইউনেস্কোর হেরিটেজ সিটি করার ডাক দিয়েছেন অমিত শাহ। কলকাতাকে বিশ্বমানের করে তোলা হবে। সর্বত্র আধুনিকীকরণ করা হবে। প্রত্যেকটি গলিতে থাকবে সিসিটিভি। যাতে খুব সহজে দুষ্কৃতীদের ধরা যায়। উত্তরবঙ্গের সঙ্গে আরও যোগাযোগ সহজ করার জন্য ৭০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। সোনার বাংলা তৈরির জন্য নতুন কমিটি ও স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হবে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের আদলে রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার এবং সত্যজিৎ রায়ের অস্কার পুরস্কারের আদলে সত্যজিৎ রায় পুরস্কার চালু হবে। লোকাল ট্রেন, মেট্রো, সরকারি বাসকে একই ছাদের তলায় আনা হবে। যাতে একই টিকিটে সবাই যাতায়াত করতে পারে।