নতুন বছরে নতুন পদক্ষেপ নিল WBTC, ট্রামে উঠলে মিলবে ওয়াইফাই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2021   শেষ আপডেট: 02/01/2021 6:30 a.m.
-

বছরের প্রথমদিন ১লা জানুয়ারী থেকেই এই পরিষেবা পাওয়া যাবে

এই প্রজন্মের অনেকেই ট্রাম বিমুখ। ট্রামের চেয়ে ঝটিকা সফরের জন্য তাদের প্রথম পছন্দ ক্যাব। ট্রাম যাত্রা কে আকর্ষণীয় করে তুলতে এর আগে রাজ্য পরিবহণ দফতরের অধীনে থাকা ডব্লুবিটিসি বিভিন্ন ভাবে ট্রামকে সাজিয়েছে।

ট্রামের মধ্যে তৈরি হয়েছে রেস্টুরেন্ট এমনকি লাইব্রেরীও। এবার সেই তালিকায় যোগ হল ওয়াইফাই। ট্রামের টিকিট কাটার সময় কিউআর কোড দেওয়া হবে যাত্রীদের। সেই কোড ফোনে স্ক্যান করে পাসওয়ার্ড দিলেই কানেক্ট হবে ওয়াইফাই। ১লা জানুয়ারী থেকেই শহরে চালু ২৫৬টি ট্রামেই এই পরিষেবা পাওয়া যাবে।