'হ্যাকাথনে হইচই!' কলকাতা পুলিশের উদ্যোগে হ্যাকিং প্রতিযোগিতা, প্রথম পুরস্কার দেড় লক্ষ
প্রতিযোগিতা শেষে পুরস্কার সঙ্গে শংসাপত্র, বাছাই কয়েকজনের ইন্টার্নশিপের সুযোগ
আপনি কি হ্যাকিং-এ পারদর্শী? নিমেষেই কত কিছু হ্যাক করতে সমর্থ? তাহলে এ খবর আপনার জন্য। পশ্চিমবঙ্গে এই প্রথমবার কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে হতে চলেছে অফলাইন হ্যাকিং প্রতিযোগিতা।
সম্প্রতি কলকাতা পুলিশ এক ফেসবুক বার্তায় জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রথমবার একটি বৃহত্তর পরিসরে আয়োজিত হতে চলেছে অফলাইন হ্যাকাথন প্রতিযোগিতা। গোটা বিষয়টি সহযোগিতা করছেন IEMLabs। আগামী ২৯ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এমন অভিনব উদ্যোগ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল, আইপিএস।
প্রতিযোগিতায় জিতলে থাকছে মোটা অঙ্কের ইনাম। প্রথম স্থানাধিকারী পাবেন দেড় লক্ষ টাকা নগদ পুরস্কার, সঙ্গে শংসাপত্র। দ্বিতীয়জন ১ লক্ষ, আর তৃতীয়জন ৭৫ হাজার। এছাড়া সাতজনের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। সঙ্গে অংশগ্রহণকারীদের প্রত্যেকেই পাবেন শংসাপত্র।
এখানেই শেষ নয়, বাছাই করা কয়েকজন সুযোগ পাবেন কলকাতা পুলিশ সাইবার ল্যাবে ইন্টার্নশিপের সুযোগ। কলকাতা পুলিশের নির্দিষ্ট পৃথক একটি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। উল্লেখ্য, গত ১৩ জুলাই লালবাজারে এই হ্যাকাথন সংক্রান্ত কিছু পোস্টার উন্মোচন করেছিলেন অতিরিক্ত নগরপাল শ্রী হরি কিশোর কুসুমকার ও ডেপুটি কমিশনার অফ পুলিশ, সাইবার ক্রাইম শ্রী প্রবীণ প্রকাশ।