চোর সন্দেহে পিটিয়ে খুন কলকাতায়, অকালে মৃত্যু হল ৩২ বছর বয়সী যুবকের
নৃশংস এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে
চোর সন্দেহের বশে পিটিয়ে খুন কলকাতার নারকেলডাঙায়। খালের পাশ থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। ওই যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের মা নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় দেহ। ময়নাতদন্তেও মিলেছে সেই প্রমাণ। রিপোর্ট বলছে, খুনের আগে প্রচণ্ড মারধরের প্রমাণ মিলেছে। নৃশংস এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, নিহত বছর বত্রিশের ওই যুবকের মায়ের মোবাইলে ফোন আসে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে জানান, মোবাইল এবং টাকার ব্যাগ চুরি গিয়েছে। আর সেটি তাঁর ছেলে চুরি করেছে। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে, ভয়াবহ কিছু আঁচ করতে পারেন নিহতের মা। সোজা যান পুলিশের কাছে। গোটা ঘটনাটি খুলে বলেন। এরপরেই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ওই যুবকের দেহ। দেহটি উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত হয় তাঁর। ময়নাতদন্ত রিপোর্টে মিলেছে মারধরের প্রমাণ। ফোন নম্বর ট্রাক করে গ্রেফতার করা হয় তিনজনকে।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য সামনে আসবে বলেই আশা করছেন তদন্তকারীরা।