দ্রুত কার্ড সংশোধন কিংবা নয়া স্বাস্থ্যসাথী কার্ড করতে উদ্যোগী কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2021   শেষ আপডেট: 15/08/2021 12:46 p.m.
- twitter

আগামী ২০ আগস্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হবে

একুশের নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) স্বপ্নের যে প্রকল্পের সাহায্য পেয়েছিল জনগণ, তা হল স্বাস্থ্যসাথী। তবে তা নিয়েও চলেছে বিস্তর জলঘোলা। অভিযোগও উঠেছিল বহু। তবে এবার স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে এবং কোনও সমস্যা থাকলে তার সমাধান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এদিন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার কলকাতায় সারা বছর স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে বঞ্চিত হবেন না কেউ। আগামী ২০ আগস্ট থেকে পুরভবনের সামনে রক্সি সিনেমা হলের দোতলায় এই কেন্দ্র দু’টি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, রক্সির দোতলায় যেখানে বার কাম রেস্তরাঁ ছিল, সেখানেই এখন আধারের পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করা যাবে। সপ্তাহে ছয়দিন ওই দু’টি কার্ডই এখানে তৈরি ও সংশোধনের কাজে সাহায্য করবেন পুরকর্মীরা। সর্বত্র সরকারের পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে স্বাস্থ্যসাথীর আবেদন যেমন নেওয়া হচ্ছে সেটা চলবে। আর সারাবছরই কার্ড তৈরি বা সংশোধনের কাজও হবে। অনেকের নামের বানান ভুল বা ঠিকানা ভুল হয়েছে, তাঁদের কার্ডও এখানে সংশোধন করা হবে।" তাই আগামী ২০ আগস্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির অফিসটি কার্যত স্থানান্তরিত হয়ে আরও নতুন আকারে রক্সিতে শুরু হচ্ছে বলে পুরকর্তারা জানিয়েছেন।