করোনা দেহ সৎকারে ঘুষ নেওয়া বন্ধ করতে অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/04/2021   শেষ আপডেট: 08/06/2021 7:54 p.m.

পুরসভা জানিয়েছে, কোভিডের মৃতদেহ পূর্ণ মর্যাদার সঙ্গে দাহ ও কবর দেওয়ার ব্যবস্থা হচ্ছে

করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। তার রেশ পড়েছে বাংলায়ও (West Bengal) এমনকী এই সংক্রমণে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন বহু মানুষ, আর তাতেই একদল মানুষের কালোবাজারির কথা এল। অভিযোগ, মৃতদের দেহ পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এমনকি আরও অভিযোগ উঠেছিল, মৃতদেহ ভালো করে সৎকারের জন্য নেওয়া হচ্ছিল ঘুষ। এমনই অভিযোগ উঠতেই সরব কলকাতা পুরসভা। এবার করোনাক্রান্তের মৃত্যু হলে পূর্ণ মর্যাদায় সেই দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। তার জন্য দেওয়া হয়েছে কিছু নম্বরও।

সরকারি হাসপাতাল ও বাড়িতে যদি কোভিডে কেউ মারা যান তবে তাঁর দাহ পুরসভা নিখরচায় করবে বলে জানিয়ে দিল রাজ্য সরকার। শুধু তাই নয়, এই কোভিডের (COVID-19) দেহ ধাপায় দাহ করার জন্য এবার বরোভিত্তিক একজন হেল্থ অফিসারও নিয়োগ করল কলকাতা পুরসভা। এর পাশাপাশি এলাকাভিত্তিক শববাহী যানের নথিভুক্ত সংস্থার নাম ও ফোন নম্বর যেমন প্রকাশ করল, তেমনই শববাহী গাড়ি নিয়ন্ত্রণের জন্য কো-অর্ডিনেটরদেরও দায়িত্ব ভাগ করে দিলেন পুরকমিশনার। বিজ্ঞপ্তিতে পুরসভা জানিয়েছে, কোভিডের মৃতদেহ পূর্ণ মর্যাদার সঙ্গে দাহ ও কবর দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এদিন পুরসভার তরফে আরও জানানো হয়েছে, দেহ দাহ করতে শুধু ডেথ সার্টিফিকেট রাখুন।

খবর, বরো ১ থেকে ৫ ও সল্টলেক পুরসভার দেহ দাহর দায়িত্বে ডেপুটি সিএমএইচ ডাঃ বাসুদেব মুখোপাধ্যায় (৯৮৩০০৬২১৫০)। বরো ৬ থেকে ১০ নম্বরের দায়িত্ব পড়েছে এক্সিকিউটিভ হেল্থ অফিসার ডাঃ উৎপল কাঞ্জির (৯৮৩০০২২০০৬) উপর। বরো ১১ থেকে ১৬ নম্বরের ওয়ার্ডগুলি কোভিড দেহ সমন্বয় করবেন এক্সিকিউটিভ হেল্থ অফিসার ডাঃ সুব্রত মৌলিক (৯৮৩০২৮৪৭২৯)। এছাড়াও শববাহী যান কো-অডিনেটর- ৯০০৭৬১৫৮৭৩/ ৭৯০০১৫৫৮০৫ (সোমনাথ) ও ৭৯৮০৪৮৮৯০৯ (দীপক)। পুরসভার তরফে একজন কোভিড কো-অর্ডিনেটরও নিয়োগ করা হয়েছে। তাঁর ফোন নম্বর হল–৯৮৩০২৪১৬৬০।