জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ পুরকর্মীদের বিরুদ্ধে, তদন্তে নিউমার্কেট থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/02/2022   শেষ আপডেট: 15/02/2022 2:13 p.m.
-

জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ কলকাতা পুরসভার ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে

গুরুতর অভিযোগ কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) বিরুদ্ধে। ফের শহর কলকাতায় উঁকি দিচ্ছে জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র। এবার জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ কলকাতা পুরসভার ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। সূত্রের খবর, পুরসভার যে তিনজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন পুরভবনে কর্মরত, এবং বাকি দু'জন পুরস্বাস্থ্য বিভাগের কর্মী।

প্রসঙ্গত, ২০১৩ সালে পুরসভার জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে দালালচক্রের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল শহর কলকাতায়। তবে প্রশাসনের তৎপরতায় বন্ধ করা হয়েছিল সেই দালালচক্র। তবে হঠাৎই ভেরিফিকেশনের কাজে পুলিশের হাতে এসেছে তিনটি জাল বার্থ সার্টিফিকেট। আর তাতেই সন্দেহ হতে, খোঁজ মেলে দালালচক্রের। কাজেই প্রশ্ন উঠছে পুনরায় দালাল চক্র সক্রিয় হচ্ছে কিনা। মনে করা হচ্ছে, অভিযুক্তরা অনেককেই টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে দিয়েছেন। আপাতত অভিযুক্ত তিন পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর।

যদিও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তবে দ্রুতই এ নিয়ে অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।