৬ মাসের মধ্যে ১ লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/03/2023   শেষ আপডেট: 31/03/2023 11:46 p.m.

তিলোত্তমার দূষণ নিয়ন্ত্রণ করতে বৃক্ষরোপণের উদ্যোগ নিল কলকাতা পুরসভা

তিলোত্তমার দূষণ নিয়ন্ত্রণ করতে বৃক্ষরোপণের উদ্যোগ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। গত বছরের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ইতিমধ্যেই কয়েক হাজার চারা গাছ রোপন করেছে কলকাতা পুরসভা। তবে আগামী ৬ মাসের মধ্যে ১ লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা, এমনটাই খবর হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনের তরফে।

উক্ত সংবাদমাধ্যমকে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, নিউ আলিপুর, গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, ঢাকুরিয়া, যাদবপুর, গল্ফ গ্রিনে বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মৌলালীর দিকে চলছে মাঝারি এবং লম্বা ঝোপঝাড় সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার কাজ।

সূত্রের খবর, জাতীয় সবুজ মিশনের অধীনে থাকা তহবিল থেকে শহরের এই ক্রমবর্ধমান বায়ু দূষণ কমানোর জন্য এই বিশেষ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে।