১১ মাসের শিশু গিলে নিল ধাতব বস্তু, প্রান ফেরাল কলকাতা মেডিক্যাল কলেজ

শ্রেয়া সাহা
প্রকাশিত: 23/06/2024   শেষ আপডেট: 23/06/2024 10:07 p.m.

আপাতত সুস্থ রয়েছে শিশুটি

খেলার ছলে ৪ সেন্টিমিটারের ধাতব বস্তু গিলে নেয় হাওড়ার ১১ মাসের শিশু সোহান শীল। প্রাণ সংশয় দেখা দিলেও বাজিমাত কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের। তাঁদের তৎপরতায় বাঁচানো গেল শিশুটিকে। বর্তমানে বিপন্মুক্ত শিশুটি। খুশির আবহাওয়া শিশুর পরিবার সহ চিকিৎসকমহলে।

শুক্রবার রাতে এই কান্ড ঘটিয়ে বসে শিশুটি। শুরু হয় শ্বাসকষ্ট। পরিবারের তরফে দেরি না করে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যালে। ভর্তি করানো হয় জরুরী বিভাগে। ধাতব বস্তুটি ঠিক কোথায় আটকে রয়েছে তা জানতে শুরু হয় প্রয়োজনীয় পরীক্ষা। এরপর চলে অস্ত্রোপচার। আপাতত সুস্থ রয়েছে শিশুটি।