এবার নদীপথে ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ পাবেন বাংলার মানুষ, নতুন পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/02/2021   শেষ আপডেট: 13/02/2021 4:36 p.m.
ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট রাইড ~pexels

এই পরিষেবা চালু হবে আগামী ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন

আজ থেকে প্রায় ৪০০ বছর আগে গঙ্গার পশ্চিমপাড়ে উপনিবেশ গড়ে তুলেছিল ড্যানিশ এবং ফরাসি নাবিকরা। সেখানে ঔপনিবেশিকতা এখন শুধুমাত্র শিক্ষা জগতের গবেষণা হয়ে গিয়েছে। কিন্তু কলোনিয়াল হ্যাঙ্গওভার এ ভুগতে থাকা আমজনতা এখনো পর্যন্ত কিন্তু সেই ইতিহাস ভুলে উঠতে পারেনি। এবারে সেই ইতিহাসের ছোঁয়া নতুন করে ভ্রমণকারীদের দেওয়ার সুযোগ করে দিচ্ছে কলকাতা পরিবহন দপ্তর। শুরু হচ্ছে গঙ্গাবক্ষে নৌবিহার এবং ড্যানিশ এবং ফরাসি উপনিবেশ হিসেবে পরিচিত শ্রীরামপুর এবং চন্দননগরের অতীত ঐতিহ্য কে চাক্ষুষ করে দেখার সুযোগ।

ভ্যালেন্টাইন্স ডের দিন আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই পরিষেবা। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে এই পরিষেবা শুরু হবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট রাইড। এই সফরের সময়সীমা হবে দীর্ঘ ১১ ঘন্টা এবং সকালবেলা ১০ টার সময় ছেড়ে এই নৌকা দুপুর ১ টা নাগাদ শ্রীরামপুর পৌঁছাবে। সেখানে দেড় ঘন্টা পর্যটকদের সামনে তুলে ধরা হবে ড্যানিশ উপনিবেশের বেশকিছু উপাখ্যান। এরপর দুপুর ২.৩০ নাগাদ বেরিয়ে সাড়ে তিনটের মধ্যে চন্দননগর পৌঁছে যাবে এই যান। সেখানে স্থানীয় ফরাসি ঐতিহ্য ঘুরে দেখার সময় পাবেন পর্যটকরা দেড় ঘন্টার মত।

এর পর বাড়ি ফেরার পালা। বিকাল পাঁচটা নাগাদ চন্দননগর থেকে রওনা দিয়ে রাত্রি নটার সময় আবার মিলেনিয়াম পার্কে ফিরবে এই নৌকা। বিশেষ এই পরিষেবার জন্য প্রতি জন পিছু খরচ হবে মাত্র ৩৫০ টাকা। যাত্রাপথের ডেনমার্ক এবং ফ্রান্সের সঙ্গীত আপনারা শুনতে পারবেন। এছাড়াও দুই দেশের বই এবং সিনেমা দেখতে পাবেন পর্যটকরা। এছাড়াও জলযানে সেলফি তোলা এবং ওপেন ডেক থাকবে। তবে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনাদের বাড়তি খরচ হবে। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর রাজনবির সিং কাপুর জানিয়েছেন, সরকারি উদ্যোগে বাংলার মানুষ ইউরোপীয় ইতিহাস জানতে পারবেন। পরিষেবা সকল বয়সের মানুষের জন্যই অত্যন্ত আকর্ষণীয় হবে বলে তার আশা।