আগামীকাল থেকে কলেজ পড়ুয়াদের টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুরসভা
চলবে ৮ই অক্টোবর পর্যন্ত
কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের টিকা দিতে এবার উদ্যোগী হল কলকাতা পুরসভা। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে পড়ুয়াদের টিকাকরণ অভিযান। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। সূত্রের খবর, বেশ কয়েকটি কলেজে খোলা হবে টিকাপ্রদান কেন্দ্র। প্রাথমিকভাবে, প্রত্যেকদিন ৫০০ জন পড়ুয়াকে টিকাপ্রদান করা হবে প্রত্যেকটি কেন্দ্রে।
কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা অতিন ঘোষ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ২৭ টি কলেজকে টিকাকরণ কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন তাঁরা। সময়ের সাথে তাঁরা টিকাকরন কেন্দ্র এবং টিকাকরণের হার বাড়াবেন বলেই জানিয়েছেন অতিনবাবু।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই কর্মসূচীর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোট ১৬০০ জন ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে কোভিডের প্রথম ডোজ। অপরদিকে ২৮০০ জন পাবেন টিকার দ্বিতীয় ডোজ।
টিকাকরণ কেন্দ্র হিসাবে বেছে নেওয়া মহাবিদ্যালয়গুলির একটি লেডি ব্র্যাবোর্ণ কলেজ। সেই কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানিয়েছেন, নোডাল অফিসারেরা টিকাকরণ অভিযানটি পরিচালনা করবেন। তাঁদের সাহায্য করবেন কলেজের বিভাগীয় প্রধানেরা। কলকাতা পুরসভার স্বাস্থ্য অধিকর্তাদের কথায়, এই টিকাকরণ অভিযান ব্যাপকহারে সাফল্য লাভ করবে। পাশাপাশি, এর ফলে উপকৃত হবেন ছাত্র-ছাত্রীরাও।