KMC Election 2021: ভুয়ো ভোটার ধরলেন কংগ্রেস প্রার্থী, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে পুরভোট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/12/2021   শেষ আপডেট: 19/12/2021 10:02 a.m.
-

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ৯.০৭ শতাংশ, চলছে ভোটগ্রহণ

কলকাতা পুরভোট (Kolkata Municipality Election) হতেই সকাল থেকে অভিযোগের পাহাড়। কোথাও বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা, আবার কোথাও সিসিটিভি ঢেকে রাখার অভিযোগ উঠেছে। সবক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও গোটা বিষয়টাই অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার ভুয়ো ভোটার ধরা পড়ার অভিযোগ উঠল। ঘটনায় তীব্র চাঞ্চল্য।

সকাল সকাল ভোট দিতে ঢুকে পড়েছিলেন একদল ভোটার। স্বাভাবিক নিয়মেই চলছিল সবকিছু। বাস্তবে তাঁরা সেই এলাকার ভোটার নন বলে অভিযোগ উঠেছে। পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ধরিয়ে দিলেন সেই ভুয়ো ভোটার। যদিও ভুয়ো ভোটার চিহ্নিত হলেও অল্প একটুর জন্য সেই ভুয়ো ভোটারকে পাকড়াও করা সম্ভবপর হয়নি। পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই ফাঁক গলে বেরিয়ে যায় ভুয়ো ভোটার। বি বা দি বাগ এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী কংগ্রেসের অভিযোগ এই ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেসের। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর দুই দলের মধ্যে রীতিমতোই হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। গোটা ঘটনায় হতবাক শহরবাসী।

এদিকে মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডের ৬ টি বুথে অবাধে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। যদিও শাসকদলের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। উল্টোডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল ৯ টা পর্যন্ত ভোট শতাংশের হার ৯.০৭ শতাংশ।