ফিল্মি কায়দায় জানলা থেকে ঝাঁপ, ফলাফল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/02/2021   শেষ আপডেট: 12/02/2021 7:43 p.m.

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন

কাল্পনিক সিনেমার ঘটনা আর অবাস্তব নেই, বরং ক্রমশ তা বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি, এমনই এক ফিল্মি ঘটনার স্বাক্ষী রইল কলকাতা। জানা গেছে, বি আর সিং হাসপাতালের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী। কিন্তু কেন? হাসপাতাল থেকে কেন ঝাঁপ দিলেন তিনি? স্বাভাবিকভাবেই উঠেছে নানান প্রশ্ন।

ইতিমধ্যেই আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে চার চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। দুদিন আগেই ব্লাড সুগার, হাইপারটেনশন সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোনারপুরের বাসিন্দা দিলীপ দে। বয়স চল্লিশ বছর। বৃহস্পতিবার হাসপাতালের বারান্দায় পায়চারি করছিলেন তিনি, এরপরেই ফিল্মি কায়দায় জানলার কাচ ভেঙে পাঁচ তলা থেকে ঝাঁপ দেন তিনি। এরপরেই মৃত্যু হয় তাঁর।

এদিকে, দীর্ঘদিন ধরে জানলার গ্রিল ভেঙে রেখে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন হাসপাতালের কর্মীরা।