'ভাতা নয়, চাকরি চাই' স্লোগান তুলে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
টেট থেকে পিএসসি কিংবা এসএলএসটি, নিয়োগের দাবি নিয়ে বারংবারই রাজ্যে চলছে বিক্ষোভ
"দুয়ারে সরকার, রাস্তায় বেকার" হাতে প্ল্যাকার্ড তুলে দ্রুত নিয়োগের দাবিতে আজ ফের উত্তাল শহর কলকাতা (Kolkata)। "এই অনাচার আর নয়" স্লোগান তুলেই পিএসসি ভবনের (Public Service Commission) সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভে সরগরম এলাকা। তাঁদের সাফ দাবি, যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে সঙ্গে দুর্নীতিগ্রস্তদের শণাক্ত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, আজ বিক্ষোভে সমবেত হয়েছেন কয়েকশো চাকরিপ্রার্থী। পরিস্থিতি যে এমন হতে পারে, তার আঁচ আগে থেকেই পেয়েছিল টলিগঞ্জ থানার পুলিশ। তাই সকাল থেকেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে মোতায়েন করা হয়েছিল পিকেট।
প্রসঙ্গত, আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ থেকে পিএসসি ভবনের সামনে একে একে জড়ো হন চাকরিপ্রার্থীরা। চলে বিক্ষোভ। ধারাবাহিক পরীক্ষার বিজ্ঞপ্তি সহ নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি ও বিভিন্ন টালবাহানা চলছে রাজ্যে, তার বিরুদ্ধেই সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। করোনার বাহানা না দিয়ে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে সম্পন্ন করার দাবিও করছেন তাঁরা।
প্রসঙ্গত, টেট থেকে পিএসসি কিংবা এসএলএসটি, নিয়োগের দাবি নিয়ে বারংবারই রাজ্যে চলছে বিক্ষোভ। গত ২৮ জানুয়ারিও হাজরা মোড়ে জমায়েত করতে শুরু করেন স্টেট লেভেল সিলেকশন টেস্টের চাকরিপ্রার্থীরা। পরে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই, গ্রেফতার করা হয় ২২ জনকে।
প্রসঙ্গত, একই অভিযোগে আজ মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদেরও অভিযোগ, 'শূন্যপদ থাকলেও নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না। আগের পরীক্ষারও ফলপ্রকাশ হয়নি। এরপর কবে পিএসসি-র পরীক্ষা হবে, তা নিয়ে কোনও নির্ঘণ্টও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।'