হাওলার মাধ্যমে গয়না কিনে কালো টাকা সাদা করছেন প্রভাবশালীরা
বড় বাজারের একজন হুন্ডি ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শুল্ক দফতর
হাওলার মাধ্যমে টাকা পাঠিয়ে সেই টাকায় গয়না কিনে কালো টাকাকে সাদা করছেন প্রভাবশালীরা। বড় বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে বৈধ কাগজপত্র ছাড়া ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তারপরেই কাস্টমস এর তরফ থেকে আয়কর দপ্তর এর হাতে সমস্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে এই ঘটনার। অত্যন্ত নাটকীয় ভাবে এই ঘটনার কথা জানতে পারে কাস্টমস। কলকাতায় বসে হাওলা কারবার চালাচ্ছেন বড় বাজারের এক ব্যবসায়ী। পাশাপাশি এই টাকা আসছে আবার রাজস্থান থেকে। সোনার কারবার রয়েছে ওই ব্যবসায়ীর। এই সমস্ত তথ্য কিছুদিন আগেই উঠে আসে শুল্ক দফতরের হাতে। তারা জানতে পারে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি তার কাছ থেকে জুয়েলারি সামগ্রী কিনে নিয়ে গেছেন।
এই সমস্ত তথ্য পাওয়ার পর সরাসরি বাড়িতে হানা দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ধর-পাকড়ের পরে দেখা যায় ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নগদ টাকা। দুটি ঘর থেকে মিলিয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার করে শুল্ক দফতর। দুজনকে পাকড়াও করা হয়। অফিসাররা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কারবার চলছিল। পাশাপাশি জুয়েলারি ব্যবসা চলছে বেশ কয়েকদিন ধরে। রাজস্থান এবং গুজরাট থেকে হাওলার মাধ্যমে টাকা নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে কলকাতা থেকে হুন্ডির মাধ্যমে ওই সমস্ত জায়গায় টাকা যাচ্ছে। আর সেখান থেকেই বেশ কিছু প্রভাবশালী গয়না কিনে কালোটাকা সাদা করছেন। তারপর থেকেই সন্দেহের সূত্রপাত হয়। তবে এখনো পর্যন্ত জানা যায় নি এত পরিমান সোনার উৎসটা কি অথবা কত জনের হাত ঘুরে এই সোনা এসে পৌঁছেছে। ভিডিও আয়কর দপ্তর আলাদা করে এই মামলার তদন্ত করছে।