অসভ্যতামি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ইডি-সিবিআই প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের
ইডি-সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে : ফিরহাদ হাকিম
এসএসসি দুর্নীতি (SSC) মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতারের কয়েকদিন পর গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বর্তমানে সিবিআই হেফাজতে আছেন অনুব্রত মণ্ডল। এবার এই ইস্যুতেই ইডি-সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে বের আরও একবার সরব হলেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, "ইডি-সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে।"
আজ, শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, "যেভাবে সামাজিক সম্মান হরণ করা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে আমাদের। অনেকের এই ধরনের অসভ্যতামি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মত অনেকেরই অসীম ধৈর্য নেই। যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের কাছে আমি আবেদন করব, এই ধরনের কথা থেকে বিরত থাকতে। সবার উপরে মানুষ সত্য, মানুষের উপরে কেউ নেই। মানুষ ঠিক করবে কে দোষ করেছে বা কে দোষী নয়।"