ভোরবেলায় রাজভবনে আগুন আতঙ্ক, ছড়িয়েছে চাঞ্চল্য
ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় এবং তার স্ত্রী সুদেশ ধনকড় নিরাপদেই আছেন
ভোরবেলায় রাজভবনে আগুন আতঙ্কে ছড়াল চাঞ্চল্য। রাজভবনে স্টোর রুমে আগুন লাগে বলে খবর। যদিও হতাহতের কোনো খবর নেই, এমনকি ক্ষয়ক্ষতিও সামান্য হয়েছে। রাজভবনের মতো কঠোর নিরাপত্তা বলয়ে আগুন লাগার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় এবং তার স্ত্রী সুদেশ ধনকড় নিরাপদেই আছেন বলে সূত্রে খবর। দমকলের ১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু করেছে দমকলের শীর্ষ আধিকারিকরা। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয়। ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও নিরাপত্তার কথা চিন্তা করে দমকলের আরো কয়েকটি ইঞ্জিন মজুত রাখা হয়। স্টোররুমে বালিশ, তোষক জাতীয় তুলোর জিনিস মজুত রাখায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও কোনো হতাহতের খবর নেই। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।