পার্কস্ট্রিটের পর কসবা, ৪ দিনের মাথায় কলকাতায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/06/2024   শেষ আপডেট: 14/06/2024 1 p.m.
-

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

পার্কস্ট্রিটের পর এবার কসবা। চারদিনের মাথায় শহর কলকাতায় অগ্নিকাণ্ড। কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। ধোঁয়ায় আক্রোপলিস মল। গার্ডরেল দিয়ে ঘেরা হয়েছে আক্রোপলিস মল চত্বর।

[বিস্তারিত আপডেট আসছে শীঘ্রই]