হোস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ, হতবাক পরিবার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/08/2022   শেষ আপডেট: 01/08/2022 9:34 p.m.

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Calcutta National Medical College & Hospital) এর হোস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতার নাম প্রদীপ্তা দাস। বাড়ি, সোদপুরে। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন কলেজের হস্টেলেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। তবে তা বিশ্বাস হচ্ছে না সহপাঠীদের।

কলেজ সূত্রে খবর, পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন প্রদীপ্তা। এমনকী, শেষ যে পরীক্ষা দিয়েছিলেন, তাতেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলেন তিনি। প্রতিদিনের মতোই এদিনও ক্লাস করেন প্রদীপ্তা। বিকেলে হস্টেলে ফেরেন তিনি। রুমমেট হস্টেলে ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও প্রদীপ্তার কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভাঙতেই দেখা যায়, ঝুলছে প্রদীপ্তার দেহ।

তড়িঘড়ি কলেজের তরফে খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানা ও প্রদীপ্তার বাড়িতে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় হতবাক বাড়ির লোক, আত্মীয়-পরিজন, বন্ধুরা।