রাজ্যের বাস পরিষেবাকে পুরোপুরি বিদ্যুৎচালিত করতে নয়া ভাবনা ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/04/2022   শেষ আপডেট: 23/04/2022 9:17 p.m.
facebook.com/HakimFirhad/

বিদ্যুৎচালিত বাসের পাশাপাশি, কমপ্রেসিভ ন্যাচারাল গ্যাস বা সিএনজি দিয়েও বাস পরিষেবা শুরু করেছে রাজ্য

পরিবহণ দফতরের দায়ভার পাওয়ার পর থেকেই রাজ্যকে এক অন্যরূপ দিয়েছেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার পশ্চিমবঙ্গের বাস পরিবহণ পরিষেবাকে পুরোপুরি বিদ্যুৎচালিত করতে চায় রাজ্য পরিবহণ দফতর। আজ এক বৈঠক থেকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সকলের প্রিয় 'ববিদা'। তাঁর কথায়, আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাসের আনাগোনা বাড়বে শহর কলকাতায়।

পেট্রল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং বেসরকারি বাস মালিকদের নানান সমস্যার কথা নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। আর সেখানেই এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমরা বাস পরিষেবা পুরোপুরি ইলেক্ট্রিক চালিত করার পক্ষপাতী। তাই আমরা ইতিমধ্যে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে উদ্যোগী হয়েছি।"

তাঁর কথায়, "আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাস আসা শুরু হয়ে যাবে। আমরা বাস পরিষেবা পুরোপুরি ইলেক্ট্রিক চালিত করার পক্ষপাতী। তাই আমরা ইতিমধ্যে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে উদ্যোগী হয়েছি। প্রথম পর্যায়ে ৭৫টি বাস আসবে। তার পর আরও ৫০টি বাস আনা হবে। ধাপে ধাপে রাজ্য সরকার মোট ২০০০টি বিদ্যুৎচালিত বাস আনবে।"

পরিবহণ দফতর সূত্রে খবর, পেট্রপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে বিকল্প জ্বালানির কথা ভাবা হয়েছিল। আর তাতেই উঠে এসেছে বিদ্যুৎচালিত বাস পরিষেবার ভাবনা। এর জেরে শহর জুড়ে বাসের চার্জিং পয়েন্টও তৈরি করা হবে বলেও জানান হয়েছে।