লকডাউনের জের! রাজ্যে রেকর্ড মূল্যবৃদ্ধি পেট্রল-ডিজেলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 1:06 p.m.

তিন রাজ্যে সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে পেট্রোল!

করোনার (COVID-19) ঢেউয়ে কাবু গোটা দেশ। অধিকাংশ রাজ্যে লকডাউনের (Lockdown) হিড়িক। এই মুহূর্তে বর্তমানে পশ্চিমবঙ্গও (West-Bengal) আংশিক লকডাউনের (Partial Lockdown) পথে। ফের কাজ হারিয়েছেন বহু, চারিদিকে হাহাকার। বন্ধ মধ্যবিত্তের ব্যবসা। তবে পশ্চিমবঙ্গ আংশিক লকডাউনের পথে হেঁটে লোকাল ট্রেন বন্ধ এবং গণপরিবহন ব্যবস্থা যেমন বাস ও মেট্রোতে লাগাম টানলেও বন্ধ হয়নি অধিকাংশ সরকারী ও বেসরকারী অফিস। কাজেই নিত্য যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাতায়াত করতে। এরই মাঝে একলাফে বেড়েছে বাসের ভাড়া। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে বাস মালিক সংগঠনের তরফে বাস ভাড়া বৃদ্ধির জন্য চিঠিও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে অনেকেই নিজের গাড়ি কিংবা বাইক অথবা ভাড়া গাড়িতে ভরসা করেছেন। তবে এতেও কোপ। লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। মঙ্গলবার ফের দেশের বেশ কয়েকটি শহরে বাড়ল জ্বালানির দাম। একধাক্কায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে শহর কলকাতায় পেট্রলের দাম চলতি বছরের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। চলতি মাসেই প্রথম দু'দিন পর পর লাগাতার বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গলবার সকালে কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়েছে পেট্রলের দাম। নতুন দাম হল ৯১ টাকা ৯২ পয়সা প্রতি লিটার। ৩০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৮৫ টাকা ২০ পয়সা। যা রেকর্ড। শুধু কলকাতা নয়, মুম্বইতেও পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৯৮.১২ টাকা হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৪৮ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশের পর গতকাল মহারাষ্ট্রে সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে পেট্রল।