কলকাতায় কোভিড মেমোরিয়াল মিউজিয়াম গড়তে চায় ডক্টরস ফোরাম
কী থাকবে এই মিউজিয়ামে?
বিশ্বজোড়া মহামারীর কবলে হানি হয়েছে কয়েক কোটি প্রাণ। দেশ থেকে বিদেশ, অপামোর জনগণ লকডাউনে ঘরে বসে থাকলেও বসে থাকেনি চিকিৎসা ব্যবস্থা, ক্লান্তির বিশ্রাম টুকুও মেলেনি চিকিৎসকদের কপালে। নিজের প্রাণ ও পরিবারের তোয়াক্কা না করেই যারা জনসেবায় জীবনবাজি রেখে ছুটে গিয়েছে শুধু মানুষকে বাঁচানোর তাগিদে, এ আর্জি সেই সমস্ত যোদ্ধাদের তরফ থেকে। এই যুদ্ধে যেসব চিকিৎসকরা প্রাণ হারালেন, তাদের স্মরণে ও সন্মানে কলকাতার বুকে কোভিড মেমোরিয়াল মিউজিয়াম গঠনের প্রস্তাব দিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এই ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্তই মূলত এমন একটি উজ্জ্বল ভাবনা উদ্ভাবন করেছেন।
ফোরামের উদ্যোক্তা ড. রাজীব পান্ডে এদিন জানান কোভিডকালে সংক্রমণজনিত মহামারী প্রতিরোধে যা যা ব্যবহার করেছে মানুষ, যেমন মাস্ক, পিপিই কিট, স্যানিটাইজার, অ্যাম্বুলেন্স, কোভিড পরীক্ষার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি সবকিছুই দ্রষ্টব্য হিসেবে সাজিয়ে রাখা হবে এই মিউজিয়ামে। যেসমস্ত ডাক্তাররা প্রাণ হারালেন ছবিসহ তাদেরও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে এই মিউজিয়ামের অন্দরে। গত একশো বছরে লকডাউন থেকে মৃত্যুমিছিল, এমন ভয়াবহতার সাক্ষী থাকেনি বিশ্ব, তাই একে কলকাতার বুকে সংরক্ষিত করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন ড. রাজীব পান্ডে। এখন প্রশাসনের অনুমতি পেলেই এই কাজ শুরু করা যাবে।