গোমাংস রাঁধতে পারি বলায় অভিনেত্রী দেবলীনাকে গণধর্ষণ ও খুনের হুমকি বিজেপি কর্মীর
১৭ জানুয়ারি রাত্রিতে হুমকির বিরুদ্ধে দেবলীনা যাদবপুর থানায় একটি এফআইআর করেছে
গোমাংস খাওয়া এবং রান্না করতে পারা নিয়ে একটি চ্যাট শোয়ে মতামত প্রকাশ করেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কিন্তু তার সাধারণ কথাকে রাজনীতির রং মাখিয়ে বর্তমানে পরিস্থিতি খারাপের দিকে গেছে। অভিনেত্রীকে খুন এবং গণধর্ষণ করার হুমকি আসছে। এমনকি তার মাকে নিয়েও লজ্জাজনক কথাবার্তা শুনতে হচ্ছে অভিনেত্রীকে। আসলে কিছুদিন আগে দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় দেবলীনা একটি কথার সূত্র ধরে জানান, "নিরামিষভোজী হলেও আমি নবমীর দিন গরুর মাংস রান্না করে দিতে পারব। আসলে খাদ্য, খাদ্যাভ্যাস ও ধর্ম বিষয়ে আমি ছুতমার্গহীন।" দেবলীনার এই কথাতেই অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ফেসবুক পোস্ট করে এবং সেই পোষ্টের কমেন্টে অশালীনভাবে দেবলিনাকে নিয়ে কমেন্ট হয়।
এই প্রসঙ্গে দেবলিনা বলেছেন, "এখন দেখছি এটা রেওয়াজ হয়ে গেছে। কোন মহিলা অন্য স্বরে কথা বললে তাকে গলা কেটে দেওয়া বা গণধর্ষণ করার হুমকি আসে। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন তিনি তার কলেজ জীবনে অনেকবার গো মাংস খেয়েছেন। তখন তাকে তো কোনো প্রশ্ন করা হয়নি, তাহলে এখন আমাকে কেন?" অন্যদিকে অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেছেন, "আমি চ্যাট শো তে গিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে কথা বলেছিলাম। আমার কথাতে কোন রাজনৈতিক মত ছিল না। ভোট আসছে। তার আগে অনেক বিষয় নিয়েই তো কথা হয়। এবার যেসব মানুষ কমেন্ট করছে তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাহলে আমি আমার কথা রাজনৈতিক আঙ্গিকে বলছি সেটা ধরে নেওয়া ভয়ঙ্কর ভুল।" প্রসঙ্গত, ১৭ জানুয়ারি রাত্রে সোশ্যাল মিডিয়াতে রেপ থ্রেট, গলা কাটার হুমকি, গণধর্ষণ, প্রকাশ্যে চাবকানো, নগ্ন করে নাচানো হুমকির বিরুদ্ধে দেবলীনা যাদবপুর থানায় একটি এফআইআর করেছে।