অপেক্ষার অবসান, আজ থেকেই শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ
কলকাতা পুরসভার ৩৭টি টিকাকরণ কেন্দ্র থেকেও টিকা নিতে পারবে কিশোর-কিশোরীরা
অপেক্ষার দিন শেষ। আজ থেকে ভারতে (Covid Vaccination for 15-18 y/o) শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড (COVID-19) টিকাকরণ (Vaccination)। এই টিকাকরণের দিকেই তাকিয়ে ছিলেন বহু অভিভাবক। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের (Second Wave) সময়কাল থেকেই ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ কবে হবে বা ভ্যাকসিন কবে আসবে বাজারে, সে নিয়েই কার্যত প্রশ্নচিহ্নের ভিড় জমেছিল।
তবে যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজ থেকেই দেশে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ২০০৭ সাল এবং তার পূর্ববর্তী তিন বছরে যাদের জন্ম হয়েছে, তারাই এই নির্দিষ্ট বয়সসীমার আওতায় কোভিডের টিকা নিতে পারবে৷ টিকাকরণ হবে কলকাতাতেও। ১৬ টি বরোর ১৬ টি স্কুলে ১৫-১৮ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ শুরু হবে আজ থেকেই।
তালিকায় রয়েছে, বাগবাজার মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, টাউন স্কুল, সারদাপ্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস, বেথুন কলেজিয়েট স্কুল, মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস, মডার্ন স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, জগবন্ধু ইনস্টিটিউশন, উচ্চ বালিকা বিদ্যালয়, নুটবিহারি দাস গার্লস হাইস্কুল, চেতলা গার্লস হাইস্কুল, রাজেন্দ্র শিক্ষাসদন গার্লস হাইস্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়, ভিআইপি নগর হাইস্কুল, সাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ, বেহালা হাইস্কুল। এমনকি রাজ্যের কিছু স্কুলেও চলবে টিকাকরণ। ইতিমধ্যেই রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশ জুড়ে কোউইন অ্যাপে ৬.৩৫ লক্ষ কিশোর-কিশোরীর নাম নথিভুক্ত হয়েছে কোভিড টিকাকরণের জন্য।
সরকারি তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা আধার কার্ড নিয়ে গিয়েই টিকা নিতে পারবে। আধার কার্ডে কোনও সমস্যা থাকলে, স্কুলের আইডি কার্ড নিয়ে গেলেও মিলবে টিকা। তাছাড়া কলকাতা পুরসভার ৩৭টি টিকাকরণ কেন্দ্র থেকেও টিকা নিতে পারবে কিশোর-কিশোরীরা।
প্রাথমিকভাবে শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের৷ প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সরকারি হিসেব অনুযায়ী, দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী ১০ কোটি শিশু টিকা নেওয়ার যোগ্য।পাশাপাশি, আগামী ১০ জানুয়ারি থেকেই বুস্টার ডোজ পাবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা৷