বিজেপির এই অভিযানের কারণে স্তব্ধ ব্যস্ত জনজীবন, স্ত্রী ও মেয়ের ডেথ সার্টিফেকেট অবধি পেলেন না অনেকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/07/2021   শেষ আপডেট: 06/07/2021 7:47 a.m.
-

স্ত্রী এবং কন্যার ডেথ সার্টিফিকেট আনতে গিয়ে সমস্যায় পড়লেন অনেক

বিজেপির নবান্ন অভিযান, আর সেই কারণে কলকাতার পুর ভবনে ঢুকতে না পেরে মেয়ের ডেথ সার্টিফিকেট না নিয়েই ফিরলেন ডায়মন্ড হারবার থেকে আসা এক ব্যক্তি যার নাম আনোয়ার হোসেন। আরো এক ব্যক্তির সঙ্গে ঠিক একই ঘটনা ঘটল। স্ত্রীর ডেথ সার্টিফিকেট নিয়ে আসার জন্য বজ বজ এর বাসিন্দা সঞ্জয় রক্ষিত এদিন পুরভবনে পৌঁছেছিলেন। কিন্তু সঙ্গে করে কোন সচিত্র পরিচয় না নিয়ে আসার কারণে পুর ভবনের দোতলায় পৌঁছতেই পারলেন না তিনি।

সোমবার বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে মুড়ে ফেলা হয়েছিল কলকাতা পুরসভা। ভোটার বা আধার কার্ড না থাকলে কোন মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। অন্যদিকে, ডেথ সার্টিফেট ঘটনার সম্পূর্ণ দায় বিজেপির ওই মিছিলের দিকে আরোপ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন, "রাস্তা দখল করে এম্বুলেন্স যেতে না দেওয়া, উৎশৃঙ্খলা বাহিনী যদি ঢুকে ট্রেজারি লুট করতো তাহলে কি হতো?