জল্পনার অবসান! কয়লা পাচার কান্ডে ইডি-র দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/09/2022   শেষ আপডেট: 02/09/2022 10:59 a.m.
https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial

ইডি-র ডাকে সাড়া, তদন্তে সহযোগিতা করতে সিজিও কমপ্লেক্স-এ উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

সকাল থেকেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা। আজ কি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কয়লা পাচার কান্ডে ইডি-র (Enforcement Directorate) ডাকে সাড়া দেবেন? অবশেষে জল্পনার অবসান। কয়লা পাচার কান্ডের তদন্তে সহযোগিতা, ইডি-র ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগেও দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তারপর কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। এর আগে ২৩ জুন অভিষেক ঘরণী রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজের শিশুপুত্রকে নিয়ে ইডি-র দফতরে হাজির হয়েছিলেন। এবার আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দিনভর রাজনৈতিক মহলে যা নিয়ে থাকবে তীব্র চাপানউতোর।

উল্লেখ্য, চলতি সপ্তাহে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যেকোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হতে পারে। এমনকী মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে না ডেকে ফেলে ইডি। কাকতালীয় ভাবে তার পর পরেই ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এর মধ্যেই ইডির তলবে সাড়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।