মাঝ আকাশে আচমকাই দুর্যোগে মুখ্যমন্ত্রীর বিমান
ঘটনায় কোমরে গুরুতর চোট মুখ্যমন্ত্রীর
মাঝ আকাশে আচমকাই দুর্বিপাকে মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতায় নামার আগে হঠাৎ-ই এই ঘটনা। বড়সড় দুর্ঘটনা না ঘটলেও কোমরে গুরুতর চোট পেয়েছেন তিনি। কেন এমন ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছিল এদিন? শুক্রবার উত্তরপ্রদেশ থেকে নির্বাচনী প্রচার সেরে কলকাতায় ফিরছিলেন। আকস্মিক কোন একটি দুর্যোগের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিমান সাত হাজার ফুট থেকে দু'হাজার ফুটে নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের ভেতর টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তবে কেন এমন হল এখনও স্পষ্ট নয়। সেই সময় আকাশ পরিষ্কার ছিল। ঝড়, বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের কোন লক্ষণ ছিল না।
তাহলে এমন ঘটনার কারণ কী? সূত্রের খবর, বিমানটি নাকি আচমকাই কোন একটি ঝঞ্ঝার মুখোমুখি হয়েছিল। তবে ঠিক কী ধরণের ঝঞ্ঝা এখনও তা স্পষ্ট নয়। ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ তাঁর সহযাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে নবান্ন সূত্রে খবর।