মিলল হাই কোর্টের রায়, SSC দুর্নীতি কান্ডে আজই CBI জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়
কোনও ভাবে এই হাজিরা এড়াতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী
নবম-দশম শ্রেণির সহ-শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। সূত্রের খবর, আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। শুধুমাত্র এই রায় নয়, বরং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে কার্যত জানিয়েছেন, কোনও ভাবে এই হাজিরা এড়াতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।
তবে এই রায়ের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ডিভিশন বেঞ্চের রায়ে সাময়িক স্বস্তিতে তৎকালীন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে।
কেন এই শুনানি? সূত্রের খবর, সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি বুধবার সকাল সাড়ে দশটায়।