কলকাতায় কমবয়সীদের মধ্যে করোনা সংক্রমণ সর্বাধিক ! মিলেছে ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার প্রজাতিও
সমীক্ষায় দেখা গেছে সংক্রামিতদের বেশীরভাগই বহুতলের বাসিন্দা এবং বয়স ৩০-৪০ এর মধ্যে
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে ফের উদ্বেগে দেশ। কলকাতা পুরসভার সমীক্ষা অনুযায়ী রবিবার শহরের ১৬৬ জন কোভিড সংক্রমিতের মধ্যে ৩৮ জন ষাট বছরের ঊর্ধ্বে এবং সোমবারে ১৭৮ জন সংক্রামিতের মধ্যে ৪৭ জন ষাটোর্ধ্ব। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, বাকি সংক্রামিতদের প্রায় সকলেরই বয়স ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ! লক্ষ্যনীয় এটাও যে রবিবারের ১৬৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৯৪ জনই বহুতলের বাসিন্দা এবং একইভাবে সোমবারের ১২৮ জন সংক্রামিতের মধ্যে ১৪০ জনই বহুতলে থাকেন। এদের মধ্যে আবার বেশীরভাগই উপসর্গহীন।
সরকারের নির্দেশিকা মেনে আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টিনেই আছেন। কলকাতা পুরসভার সাত নম্বর বরোর শেক্সপিয়ার সরণী, আট নম্বর বরোর বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাট, টালিগঞ্জ ও নয় নম্বর বরোর আলিপুরে সংক্রমণ ছড়িয়েছে। বেহালা পর্ণশ্রী, ঠাকু্রপুকুর, রিজেন্ট পার্ক প্রভৃতি এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে। এইসব এলাকায় অটোয় করে সতর্কতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে। অন্যদিকে উত্তর কলকাতার শ্যামপুকুর, ফুলবাগান, মানিকতলা, বেলেঘাটাতেও নতুন করে থাবা বসিয়েছে করোনা। পুরসভা থেকে আশা কর্মীদের পুনরায় বাড়ি বাড়ি গিয়ে খবর নিতে বলা হবে, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দেশে মোট ৪০ হাজার ৭১৫টি নতুন করোনা সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এ রাজ্যে ৮ প্রকারের নতুন স্ট্রেনে সংক্রামিতের মধ্যে পাওয়া গেছে ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার প্রজাতিও। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১,১০১।