ফের শহর কলকাতা থেকে গ্রেফতার কুখ্যাত জঙ্গি, নিউমার্কেটে মাছ বিক্রি করত সে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/02/2022   শেষ আপডেট: 07/02/2022 4:39 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

মধ্যমগ্রামে বেশ কয়েকমাস গা ঢাকা দিয়ে থেকেছিলেন ওই জঙ্গি

ফের শহর কলকাতা থেকে গ্রেফতার কুখ্যাত জঙ্গি। জানা যাচ্ছে, বাংলাদেশে থেকে সোজাসুজি ভারতে আসে নুর নবি ম্যাক্সন নামে এক যুবক। নাম বদলে নিজেকে তমাল চৌধুরী নামে পরিচয় দেয় সে। তৈরি করে ভুয়ো পাসপোর্ট। গতবছর লকডাউনের সময় নিউ মার্কেটে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করত সে।

সূত্রের খবর, বাংলাদেশের বাসিন্দা ম্যাক্সন জঙ্গি সংগঠনের সদস্য। বাংলাদেশে তার নামে মোট ১৭টি মামলা রয়েছে। তার মধ্যে ১১টি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সে সময় বাংলাদেশের পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করার ফন্দি আটলেও, বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে আসে ওই জঙ্গি।

প্রতি মাসে ৭ হাজার টাকার বিনিময়ে ডানলপে ঘর ভাড়া নিয়ে থাকত সে। অর্থ উপার্জনের জন্য নিউ মার্কেট বাজারে মাছ বিক্রি করত ম্যাক্সন। পরবর্তীতে মধ্যমগ্রামেও বেশ কিছুদিন ছিলেন ম্যাক্সন। তবে ফের ডানলপেই ফিরে যান তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা ডানলপে হানা দিয়ে ম্যাক্সনকে গ্রেপ্তার করে।

তবে বাংলাদেশের গ্রেফতারি এড়াতে কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল ম্যাক্সন? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? সে বিষয়েই ম্যাক্সনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।