টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে এনআরএসে ভর্তি এক নার্স, প্রথম দিনেই বিপত্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 9 p.m.

করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিসি রায় শিশু হাসপাতালের এক নার্স

আজ অর্থাৎ ১৬ জানুয়ারি দেশজুড়ে করোনা ভাইরাস টিকাকরন প্রক্রিয়া চালু হয়েছে। প্রথম পর্যায়ে দেশের সমস্ত ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের করোনার টিকা দেওয়া হচ্ছে। গোটা দেশের মতো রাজ্যেও ২০৭ টি এলাকায় ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কিন্তু টিকাকরণের শেষ মুহূর্তে বিপত্তি ঘটেছে রাজ্যে। আজ বিকেলে করোনার ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিসি রায় হাসপাতালের এক নার্স। জানা গিয়েছে, টিকা নেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান। তারপর তাকে তৈরি করি এনআরএস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। কেন এমন হল তা খতিয়ে দেখছে চিকিৎসকরা।

আজকে গোটা রাজ্যজুড়ে সকাল ১০ টা থেকে রাজ্যের ২০৭ টি কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। প্রত্যেকটি জায়গায় একটি চিকিৎসকের বিশেষ টিম ছিল। তারা টিকা নেয়ার পর কোন অসুস্থ হলে বা উপসর্গ দেখা হলে চিকিৎসা করবে বলে। সারাদিন নির্বিঘ্নে টিকাকরন প্রক্রিয়া চললেও দিনের শেষে বিসি রায় শিশু হাসপাতালের একজন নার্স টিকা নেওয়ার পর অজ্ঞান হয়ে যান। তারপর তাকে এনআরএস হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে বিসি রায় হাসপাতালের সুপার সন্দীপ সামন্ত জানিয়েছেন, ওই নার্সের কোন শারীরিক অসুস্থতা ছিল না। টিকা নেওয়ার আগে সব পরীক্ষা করা হয় এবং সব রিপোর্ট ঠিক ছিল। তাই এখন নার্সের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছে চিকিৎসকরা।