স্বামী বিবেকানন্দের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের
আজ, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর বাসভবন সিমলা স্ট্রিটে আগমন হয় কাতারে কাতারে ভক্তের। পূর্বপরিকল্পিত কর্মসূচি মতোই এদিন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাসভবন সিমলা স্ট্রিটে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সকলকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজির বাড়িতে আসি। আগামী দিন যেন সকলের ভালো কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলেন।”
আরও পড়ুন
অন্যদিকে বর্ষীয়ান মহারাজ অভিষেককে আশীর্বাদ করেন। আর বলেন, "তুমি আরও অনেক বড় হও।"