মর্মান্তিক! পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/03/2022   শেষ আপডেট: 31/03/2022 11:47 a.m.

উত্তর কলকাতার পাতিপুকুরের ঘটনায় ছড়াল চাঞ্চল্য, বিক্ষোভ দেখালেন এলাকাবাসী

পুলিশের তাড়া খেয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খোদ কলকাতার বুকে। এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বুধবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার (North Kolkata) পাতিপুকুর (Pstipukur) এলাকায়।

বুধবার রাতে পাতিপুকুর রেল ব্রিজের উপর বসেছিলেন একদল যুবক। সেই সময় বিধাননগর (Bidhannagar) কমিশনারেট এলাকার আওতায় থাকা লেকটাউন থানার কর্তব্যরত পুলিশ দূর থেকে দেখতে পান। সূত্রের খবর, পুলিশের ধারণা হয় এখানে কোন অপরাধমূলক কাজের ষড়যন্ত্র চলছে। তখনই লেকটাউন থানার পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে আসেন। পুলিশ দেখে তড়িঘড়ি সেই যুবকের দল পালানোর চেষ্টা করে। সেই দলেরই একজন হতভম্ব হয়ে গিয়ে রেললাইন টপকে পালানোর চেষ্টা করে। তখনই উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ছেলেটি কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, পুলিশের অতি সক্রিয়তার কারণেই এই ঘটনা। যদিও পুলিশের দাবি, ওই এলাকায় সমাজবিরোধী কাজের বাড়বাড়ন্ত দিন দিন বাড়ছে। রুটিন চেকিং করতে গিয়েই এই ঘটনা। গভীর রাতে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।