Tathagata Hazra : চাকরি ছেড়ে ক্যাফে খোলার স্বপ্নপূরণ, সাধারণ ব্যবসা পরিণত হল ব্র্যান্ডে
তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।
সাধারণ থেকে অতিসাধারন হোক কিংবা একটা সাদামাটা নাম থেকে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া ব্রান্ড হোক, অন্যকে অতিক্রমের বদলে ব্যতিক্রমেই বিশ্বাস রেখে বাজিমাত করে দিল হাওড়া জেলার আমতা শহরের তথাগত হাজরা। যার 'চলচ্চিত্র' ক্যাফে সম্পর্কে আজ আপনারা অবগত।
বয়স পঁচিশের দোরগোড়া পেরোতেই নিজের কর্মক্ষমতা-দক্ষতার জোরে একটা নয়, বরং হাওড়ার বুকে তিনটে ক্যাফে সামলাচ্ছে তথাগত। নাম 'চলচ্চিত্র'।
বিনোদন জগতে পা রাখার প্রবল ইচ্ছের তাগিদেই ক্যাফের এহেন নামকরণ বলেই জানান তথাগত।
আর পাঁচটা মধ্যবিত্ত ছেলের মতোই বড়ো হয়েছিল তথাগত, স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ। তবে সেই পথ মসৃণ ছিল না, ব্যক্তিগত কারণে মাঝপথেই কলেজের দোর বন্ধ হয় তাঁর। শুরু হয় চাকরি জীবন। সেলসের (Sales) এর চাকরি করতে করতেই তথাগত স্বপ্ন দেখেছিল ব্যবসা করার, নিজের নামে প্রতিষ্ঠান করার। শুরু হয় হোম ডেলভারির ব্যবসা। দু'বছর পর, পরিবারের কিছুটা অমতেই ২০২২ সালে প্রথম ক্যাফে 'চলচ্চিত্র' নামে দোকান শুরু করেন তথাগত।
যদিও পরবর্তীতে পরিবারের সকলেই ভরসা যুগিয়েছিল তথাগতকে। বিশেষ মানুষ অন্তরার সঙ্গে পরবর্তীতে আরও একটি আউটলেট খোলার স্বপ্নকেও বাস্তবায়িত করে ফেলেন তথাগত। গত বছর তৃতীয় আউটলেট হয় 'চলচ্চিত্র'র। দোকানের বাজার করা থেকে রান্নাবান্না, খুঁটিনাটি নানান ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তথাগত। আর তা থেকেই স্রেফ আমতা নয় বরং দেশের গন্ডি পেরিয়েছে তথাগতর ভিডিও এবং 'চলচ্চিত্র'র নাম। বর্তমানে সামাজিক মাধ্যমে নিজস্ব পেজ খুলেছেন তথাগতর জীবনসঙ্গী অন্তরাও (Antara Dalui)।
'চলচ্চিত্র' সম্পর্কে বলতে গিয়ে তথাগত বলেন, "আমি এবং আমার বাড়িতে যেহেতু নিরামিষ খাই, তাই দোকানের রান্না টেস্ট করতে পারতাম না, আশেপাশের দোকানদার বা অন্তরাকে দিয়ে টেস্ট করাতাম। নতুন নতুন রান্না শিখেছি। এভাবেই দোকান শুরু করি, সঙ্গে সোশ্যাল মিডিয়ার ভিডিও। এভাবেই পথচলা।"
নিজের রুটিন সম্পর্কে বলতে গিয়ে তথাগত বলেন, "সকালে উঠে তিনটে দোকার সমস্ত বাজার করা, দোকানে গিয়ে কর্মীদের সঙ্গে কাজ করা, দুপুরে অন্য আউটলেট দেখভাল, পরবর্তীতে অপর আউটলেটে কাজ। সবশেষে রাতে বারোটায় বাড়ি ফিরে ভিডিও এডিটিংয়ের কাজ।"
তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত।"
বর্তমানে সগৌরবে চলছে তথাগতর 'চলচ্চিত্র'। হাওড়ার বাইরেও বর্ধিত হোক 'চলচ্চিত্র'র ছোঁয়া। টিম পরিদর্শকের তরফে রইল একরাশ শুভেচ্ছা।