সবকিছুর মাঝেও 'পড়াশোনা ভীষণ জরুরি', কেন এমন বলছেন সুপ্রতীম?

শ্রেয়া সাহা
প্রকাশিত: 22/08/2021   শেষ আপডেট: 24/09/2022 10:14 p.m.
instagram.com/supratim.im

বর্তমানে সুপ্রতীম অভিনীত #HorrorStories বেশ সাফল্যের সঙ্গেই চলছে প্রেক্ষাগৃহে

বিনোদন জগতে বর্তমানে উঠতি জনপ্রিয় অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম 'সুপ্রতীম সাহা'। বয়স ২০, ছেলেবেলা কেটেছে নব নালন্দায়। বর্তমানে আশুতোষ কলেজের ছাত্র সুপ্রতীম।

তাঁর অনবদ্য অভিনয়ের মাঝে, নিজের ইচ্ছের তাগিদেই পড়াশোনাতেও বেশ মনোযোগী সুপ্রতীম। কারণ তিনি বাবার উপদেশকে মাণ্যতা দিয়েই মনে করেন, "সব কিছুই জরুরি। পড়াশোনা খুবই জরুরি। আমার বাবা ছোট থেকে বলতেন, বড়ো হয়ে যাই করো, পেটে বিদ্যে না থাকলে কোনো কিছু করতে পারবে না।"

বিনোদন জগতে ২০১৮ সালে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'গুড নাইট সিটি' দিয়ে পথে চলা শুরু তাঁর।

এরপরে একের পর এক সিরিজ, শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে দর্শকদের মন কেড়েছে সুপ্রতীম। সোশ্যাল মিডিয়া ভরেছে সুপ্রতীম অভিনীত 'আদরে ছুঁই' মিউজিক ভিডিওর বেশ কিছু দৃশ্য।

তবে বর্তমানে বেশ ব্যস্ত সুপ্রতীম। তাঁর অভিনীত 'হরোর স্টোরিজ' বেশ সাফল্যের সঙ্গেই চলছে প্রেক্ষাগৃহে।

অন্যদিকে অক্টোবরের মধ্যেই রিলিজ হতে চলেছে সুপ্রতীম অভিনীত 'ধোঁয়াশা'। যা একটি ভৌতিক গল্প। এছাড়াও সঞ্জয় বর্ধন পরিচালিত 'ব্রাদার' সিনেমাতেও দেখা মিলবে সুপ্রতীমের।

এর পাশাপাশি পরিচালক অর্পণ বসাকের দুটি ছবিতেও দেখা যাবে সুপ্রতীমকে।

তবে এই দুটি ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা সুপ্রতীম জানিয়েছেন, " ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে একটা ছবি নাচকে কেন্দ্র করে এবং অপরটি রোমান্টিক কমেডির।"