ভেলোরের সিএমসি এবং দিল্লির এইমসে মিলবে বিনামূল্যে চিকিৎসা

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 08/11/2020   শেষ আপডেট: 08/11/2020 1:39 p.m.
সিএমসি, ভেলোর

রাজ্যবাসীর জন্য সুখবর আনল তৃণমূল সরকার

কঠিন অসুখে পড়লে বা এখানকার চিকিৎসায় কাজ না হলে রাজ্যের অনেকেই ছোটেন ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা সিএমসি–তে৷ দিল্লির এআইআইএমএস–এরও চিকিৎসার ব্যাপারে নামডাক আছে৷ এবার এই দুই হাসপাতালেই বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ তবে সকলে নয়, সরকারি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় রয়েছেন যাঁরা, তাঁরাই পাবেন এই সুবিধা৷

স্বাস্থ্য দপ্তরের এক বড়কর্তা শনিবার জানান, এতদিন রাজ্যের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকাভুক্ত ছিল৷ এবার সেই তালিকায় যোগ হল সিএমসি এবং এইমস–এর নাম৷ এখন থেকে সেখানকার বিপুল খরচের জন্য কারও চিকিৎসা আটকে যাবে না৷

২০১৬ সালে চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত রাজ্যের প্রায় ১১ লক্ষ ৭০ হাজার মানুষ৷ তাঁরা প্রতি বছর পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সরকারের কাছ থেকে পান৷ সরকারি এই ঘোষণায় এখন হাসি তাঁদের মুখে৷