ভেলোরের সিএমসি এবং দিল্লির এইমসে মিলবে বিনামূল্যে চিকিৎসা
রাজ্যবাসীর জন্য সুখবর আনল তৃণমূল সরকার
কঠিন অসুখে পড়লে বা এখানকার চিকিৎসায় কাজ না হলে রাজ্যের অনেকেই ছোটেন ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা সিএমসি–তে৷ দিল্লির এআইআইএমএস–এরও চিকিৎসার ব্যাপারে নামডাক আছে৷ এবার এই দুই হাসপাতালেই বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ তবে সকলে নয়, সরকারি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় রয়েছেন যাঁরা, তাঁরাই পাবেন এই সুবিধা৷
স্বাস্থ্য দপ্তরের এক বড়কর্তা শনিবার জানান, এতদিন রাজ্যের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকাভুক্ত ছিল৷ এবার সেই তালিকায় যোগ হল সিএমসি এবং এইমস–এর নাম৷ এখন থেকে সেখানকার বিপুল খরচের জন্য কারও চিকিৎসা আটকে যাবে না৷
২০১৬ সালে চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত রাজ্যের প্রায় ১১ লক্ষ ৭০ হাজার মানুষ৷ তাঁরা প্রতি বছর পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সরকারের কাছ থেকে পান৷ সরকারি এই ঘোষণায় এখন হাসি তাঁদের মুখে৷