আঘাত পেয়েছেন বন্ধু, সামাল দিতে গিয়ে ভেঙে পড়লেন স্বয়ং রাহুল দে
বন্ধুকে টাকা ফেরত না দেওয়া হোক, কিংবা বন্ধুকে সান্ত্বনা দেওয়া, রাহুলের ভিডিয়োয় নিজেদের খুঁজে পান নেটিজেনরা
বন্ধুর বিচ্ছেদে আর একজন বন্ধু সান্ত্বনা দেবে, তাঁর সম্বল হয়ে পাশে দাঁড়াবে, জোগাবে এগিয়ে যাওয়ার মন্ত্র, এমনটাই স্বাভাবিক। কিন্তু সেই 'মন্ত্রদাতা' বন্ধুই যদি নিজে ভঙ্গুর হন! বিচ্ছেদ যন্ত্রণায় তিনিও যদি দিন শেষে কাতর হন? এমন ঘটনা কম বেশি আমাদের সকলের জীবনের সঙ্গেই পরিচিত। সেই ঘটনাকে কেন্দ্র করেই ইউটিউবার রাহুল দে (Rahul Dey) তাঁর অতি চেনা ভঙ্গিতে একটি ভিডিও পোস্ট করেন। যাতে দুঃখ তো দূর, হেসে কুটোপুটি খাচ্ছেন ইয়ং জেনারেশন।
রাহুল দে এই মুহূর্তে অন্যতম কনিষ্ঠ ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে রাজ করছেন। জীবনের পরিচিত মুহূর্তই তিনি মজার ছলে তুলে ধরেন। তাঁর ভিডিও হাসিতে ভরপুর হলেও, সেখানে নেট নাগরিকরা নিজেদের খুঁজে পেতে সমর্থ হন।
বাস্তবকে হাসির ছলে তুলে ধরেন বলেই, রাহুল দে জায়গা করে নিয়েছেন আট থেকে আশি সকলের মনে। তাঁর ভিডিয়োয় প্রকাশ পায় অনুগামীদের উচ্ছ্বাস। সম্প্রতি তাঁর করা এই প্রেম-বিচ্ছেদের ভিডিয়োয় বেশিরভাগ মানুষেরই মন্তব্য হয়, তিনি এত বাস্তব বিষয়বস্তুকে কিভাবে তুলে ধরতে পারেন! জনৈক অনুগামী প্রশ্ন করেছেন, 'এত রিলেটেবল ভিডিও কি করে বানাও?' কেউ আবার বলেছেন, 'কেমন যেন খুব মিল খুব মিল মনে হচ্ছে।'
কিছুদিন আগেও বন্ধুর থেকে টাকা ধার নিয়ে, ফেরত না দেওয়াকে কেন্দ্র করে একটি ভিডিও বানিয়েছিলেন রাহুল। বলা বাহুল্য, এমন বন্ধুও আমাদের জীবনে বেশ প্রকট। তাই এই ভিডিও জুড়েও উপচে পড়েছে অনুগামীদের হাসির বন্যা। কেউ কেউ তাঁদের বন্ধুকে মেনশন করেও ভিডিয়োর বাস্তবতাকে প্রকট করে তুলেছেন। তাতে রাহুলও স্বয়ং বেজায় খুশি হয়েছেন।