ভোট দিয়ে মাথা নিচু যশের! আঙুলে ভোটের কালি নিয়ে ছবি পোস্ট একাধিক তারকার
প্রথম বার ভোটদানের অভিজ্ঞতা হয়ে বেজায় খুশি 'রানিমা'
আসন্ন বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোট। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে, নরেন্দ্র মোদী লেখেন, "পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি।" অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভোটদানের আহ্বান জানিয়ে লেখেন, "আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।"
আর সেই মতোনই ভোট দিয়েছেন অনেকেই, আর ভাইরাল সেই সকল ছবি। কেউ দিল জীবনের প্রথম ভোট তো কেউ আবার প্রার্থী হয়ে ভোট দান করলেন। এরকমই একাধিক তারকার ছবি আজ ভাইরাল নেট দুনিয়ায়। সদ্যই কলেজে ভর্তি হয়েছেন রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। প্রথম বার ভোটদানের অভিজ্ঞতা হয়ে বেজায় খুশি তিনি। সংবাদমাধ্যমের সাথে শেয়ার করলেন সেই ছবি -
বেহালার পর্ণোশ্রীর এক্কেবারে ঘরের মেয়ে হিসেবে নিজেকে দাবি করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এই কেন্দ্রেই প্রার্থী তিনি। সকাল সকাল ভোট দিলেন নিজের মা'কে সঙ্গে নিয়ে। তিনিও শেয়ার করলেন ছবি-
চতুর্থ দফাতেই ভোট দিয়েছেন পরিচালক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।
ভোটের কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, "ভোট খুব জরুরি। এটা এমন একটা অহিংস হাতিয়ার যা সবচেয়ে শক্তিশালী যে কোনও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়। তাই আমাদের এটার সদ্বব্যবহার করা উচিত।"
অন্যদিকে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে আজ ভোট। কাজেই আজ যশের ভোট-পরীক্ষা। বিজেপি প্রার্থী এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট দিয়ে নিজের এলাকায় আসেন।
ভোট দিলেন আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ। মা-বাবার সাথেই ভোটদানের পর ছবি তুললেন তিনি।
ভোট দিলেন তৃণমূলে যোগদানকারী জনপ্রিয় অভিনেতা সৌরভ।
ভোটের কালি লাগিয়ে ছবি পোস্ট করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়।