বিপাকে ইয়ামি, আর্থিক তছরূপের মামলায় পেলেন ইডির সমন
বেশ কয়েকমাস ধরেই ED-র নজরদারিতে রয়েছেন ইয়ামি
বিয়ের একমাস না পেরোতেই বিপাকে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)।আর্থিক দুর্নীতির ঘটনায় এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।
সূত্রের খবর, ভিকি ডোনার খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে Foreign Exchange Management Act (FEMA) উলঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেকারণেই আজ অর্থাৎ ২ জুলাই এই সমন পাঠানো হয় বলিউড অভিনেত্রীকে (Bollywood Actress)। ৭ জুলাই তাঁকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে বলে খবর।
শোনা গিয়েছে, একটি মামলার সূত্র ধরেই ইয়ামির বেনিয়মের হদিশ পান ইডির আধিকারিকরা। বেশ কয়েকমাস ধরেই ED-র নজরদারিতে রয়েছেন ইয়ামি। অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা FEMA লঙ্ঘনের অভিযোগে তদন্ত করছেন ED-র জোন-২র আধিকারিকরা।
এনিয়ে দ্বিতীয়বার তাই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (FEMA) ভিত্তিতে তাঁকে সমন পাঠানো হয়েছে। অভিযোগ, অভিনেত্রীর একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রা সংক্রান্ত এই আইন লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে ইয়ামির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সম্প্রতি চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইয়ামি।