অনুরাগ প্রসঙ্গে পায়েলের পাশে মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/09/2020   শেষ আপডেট: 22/09/2020 1:58 p.m.
-

এই বিষয়ে মুখ খুললেন স্মৃতি ইরানিও

গত শনিবার টুইট করে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি জানান ২০১৫ সালে অনুরাগ ওঁকে যৌন জুলুম করার চেষ্টা চালান।

এই সম্পূর্ণ বিষয় নিয়ে উনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানিকে জানতে চাইলে তিনি বলেন "মহিলা কমিশন তাঁদের সাংবিধানিক জায়গা থেকে বিষয়টা দেখছে। এখানে আমি এই বিষয়ে কিছু কথা বলা বা হস্তক্ষেপ করাটা অসাংবিধানিক হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, পায়েলের টুইটের উত্তরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি বিষয়টা জেনেছি। মহিলা কমিশন পায়েলের পাশে আছে। ও আমাদের লিখিত অভিযোগ জানালে আমরা পুলিশি ব্যবস্থা নিতে পারবো।"