কৃষক সন্তানদের পড়াশোনার জন্য ১৬ কোটি টাকার স্কলারশিপ দেবেন বিবেক ওবেরয়
গ্রামের দুঃস্থ পরিবারের JEE ও NEET পরীক্ষার্থীদের উৎসাহ দেবে এই বৃত্তি
দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারেও মেধা জন্ম নেয়, তাদের যাতে পড়াশোনায় দারিদ্র্য বাধা হয়ে না ওঠে, সেকথা মাথায় রেখেই দরিদ্র, মূলত কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য ১৬ কোটি টাকা স্কলারশিপ বা বৃত্তিদানের কর্মসূচি গ্রহণ করলেন বিবেক ওবেরয়। i-30 লার্নিং সেন্টারের সহায়তায় গ্রামের দুঃস্থ পরিবারের JEE ও NEET পরীক্ষার্থীদের উৎসাহ দেবে এই বৃত্তি।
আইএএনএসকে দেওয়া একটি বার্তায় অভিনেতা বলেন মেধা ও প্রতিভার জোরে শিক্ষায় উৎসাহী শিশুরা শুধু নিজের পরিবারের জন্য নয়, নিজের গ্রামকেও এগিয়ে নিয়ে যাবার কান্ডারী। আর্থিক অভাবে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনা, পড়তে পারে না ভালো কোচিং সেন্টারে। তিনি আরও বলেন,"তারা যে ভৌগোলিক পরিবেশ থেকে আসছে, শুধু তার অনগ্রসরতার কারণে তারা উপেক্ষিত হোক, এটা আমি চাইনা।তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি ও আমার দল একসাথে উদ্যোগ নিয়েছি।" বিগত ১৮ বছর ধরে ক্যান্সার রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করেন বিবেক। এবার পড়ুয়াদের পাশে থাকতে পেরে তিনি বলেন, "ওদের মুখের হাসি আর চোখের জ্যোতি আমায় চেতনা জাগায় ওদের জন্য কিছু করতে।"