আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর কর্মচারী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/07/2023   শেষ আপডেট: 23/07/2023 10:02 p.m.
facebook.com/kaushiki.music

অভিযোগ, ছাত্র-ছাত্রীরা যে ফি দিতেন, তা অভিযুক্ত নিজের অ্যাকাউন্টে জমা করছিলেন

প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর কর্মচারীকে গ্রেফতার করল লেক থানার পুলিশ। ধৃতের নাম আকাশ ভাণ্ডারী। পুলিশ সূত্রের খবর, আকাশ ভাণ্ডারী নামের ওই যুবককে তাঁরা গ্রেফতার করেছে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, প্রায় দুই লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে আকাশ ভাণ্ডারীর নামে। কৌশিকী চক্রবর্তীর গানের স্কুল দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজ করতেন তিনি। অভিযোগ, ছাত্র-ছাত্রীরা যে ফি দিতেন, তা অভিযুক্ত নিজের অ্যাকাউন্টে জমা করছিলেন।

পুলিশ সূত্রের খবর, সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী অনেকদিন ধরেই লক্ষ্য করছেন গত কয়েকমাস ধরে শিক্ষার্থীদের থেকে যা আয় হতো তা আচমকাই কমতে শুরু করেছে৷ সন্দেহ বাড়তে থাকতেই অভিভাবকদের সঙ্গে কথা বলেন কৌশিকী৷ এরপরেই সামনে আসে আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন এবং সেখানেই প্রতিমাসের ফি জমা দিতে বলেছেন অভিভাবকদের।