তরুণী চিকিৎসকের মৃত্যুতে সোচ্চার মিমি চক্রবর্তী
কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের
আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শুরু থেকেই সোচ্চার হয়েছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পরবর্তীতে মুখ খুলতে দেখা যায় বিনোদন জগতের নানান কলাকুশলীদের।
আরও পড়ুন
এবার নিজের 'X' হ্যান্ডেলে সোচ্চার হলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্ষমার অযোগ্য এই অপরাধের কড়া শাস্তি চাইছেন অভিনেত্রী।
সৃজিত মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, সোচ্চার হয়েছেন অনেকেই। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, "আর কত আঘাত পাবে পরিবারগুলো? কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই ??? এই ভাবে মৃত্যু? কেন? কি তাঁর বিবৃতি? হতাশ আমরা...ক্ষুব্ধ... এত অন্যায় কেন? এই নির্দোষ প্রাণ তো আর ফিরবে না? কি দোষ ছিল মেয়েটির? একজন ডাক্তার হারালাম... এত হিংস্রতা কেন???? #rgkarmedicalcollege"