অক্টোবরে আশীর্বাদ, শীঘ্রই বাগদেন সারবেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/06/2024   শেষ আপডেট: 26/06/2024 11:41 p.m.
facebook.com/subhrojit83

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে ‘অষ্টমী’ ধারাবাহিকে

সম্প্রতি টেলিপাড়া সরগরম হয়ে আছে আদৃত এবং কৌশাম্বীর বিয়ে ঘিরে, এরই মধ্যে বাগদানের খবর আরও এক জুটির। এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি তারকা প্রিয়াঙ্কা মিত্র, যাকে আপনারা 'চিনি' হিসেবে বেশ ভালোবাসা দিয়েছেন 'খড়কুটো' ধারাবাহিকে।

টলিপাড়ার গুঞ্জন চলতি বছরেই আশীর্বাদ, বাগদান ও আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। পাত্র টলিপাড়ার অন্দরের লোক। 'রাখী বন্ধন’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘নয়নতারা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে প্রবল জনপ্রিয় তারকা শুভ্রজিৎ সাহার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে প্রিয়াঙ্কা।

সম্প্রতি সোশ্যালে প্রিয়াঙ্কা এবং শুভ্রজিতের ছবি দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন এসেছিল দুজনের সম্পর্ক নিয়ে। সে বিষয়েই আনন্দবাজার অনলাইনকে প্রিয়াঙ্কা জানান, "আমাদের সম্পর্ক বেশ দীর্ঘ। তবে পরিণতি পাওয়ার আগে বিশদে কিছু বলতে চাইছি না। শীঘ্রই সকলকে খুশির খবর জানাব।"