"পাত্র চাই, গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে..." অভিনব বিজ্ঞাপন স্বস্তিকা মুখোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/11/2022   শেষ আপডেট: 24/11/2022 12:40 p.m.
instagram.com/swastikamukherjee13

শর্ত : ইংরাজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে

টলি হোক কিংবা বলি, ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই সাহসী এবং আভিজাত্যের মেলবন্ধন। জমিয়ে অভিনয় হোক কিংবা পোষ্য প্রেম বা নিজের ফ্যাশন স্টেটমেন্ট, সব সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স ৪০ পার, তবু আজও নিজের স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে হিল্লোল তোলেন অভিনেত্রী।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যালেও বেশ সক্রিয়। প্রায়শ'ই নিজের নিত্যনতুন ছবি এবং ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

তবে এবার কিছুটা আলাদা বক্তব্য সোশ্যালে ভাগ করে নিলেন অভিনেত্রী। বিজ্ঞাপনের আঙ্গিকে লিখলেন, "পাত্র চাই।" অভিনবভাবে অভিনেত্রী লিখেছেন, "পাত্র চাই। গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে, কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় -- বেড়াতে যেতে ভালোবাসতে হবে।"

এর সঙ্গে রয়েছে বেশ কিছু শর্ত, "ইংরাজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে। আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।"