এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র, উপলব্ধি মাতৃ- হারা সুজয় প্রসাদের

সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: 08/04/2022   শেষ আপডেট: 08/04/2022 10:36 p.m.
instagram.com/sujoyprosad

মায়ের স্মৃতির আবেগঘন মুহূর্তেও, বাস্তববাদী হলেন সুজয় প্রসাদ

গত অক্টোবরেই নেমে এসেছিল তাঁর জীবনের চরম দুর্যোগ! যে বিপর্যয় জীবনের অন্যতম কঠিন সত্য, তবুও তাকে যাপন করে নেওয়ার প্রাপ্তমনস্কতা গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়, সেই কঠিন দুর্যোগই নেমে এসেছিল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prosad Chatterjee)জীবনেও। এই 'অভিশপ্ত' দিনেই তিনি হারান তাঁর প্রজনিকা, মা-কে। এই পরিস্থিতির কাঠিন্যের রেশ, চিরকালের চলার পথের দোসর হয়ে থাকবে।

মাকে হারানোর পর, স্বভাবতই সুজয় প্রসাদ ভেঙে পড়েন। তাঁর জীবনে, মা-ই ছিলেন তাঁর জিয়ন কাঠি। সামাজিক মাধ্যমে (Social Media) একের পর এক মাতৃবিয়োগের স্মৃতি রোমন্থন করতে থাকেন তিনি। মা ছাড়া প্রতি পদক্ষেপে তাঁর অসহায়ত্ব, যেকোন মানুষের মনকেই ভারাক্রান্ত করে তোলে। জীবনের পথে এগিয়ে যেতে মায়ের দেখানো পথই তিনি অনুসরণ করতে চান। তাইতো সম্প্রতি তাঁর করা একটি পোস্টে, মাতৃবিয়োগের যন্ত্রণার আচ্ছন্নতার মধ্যেও, তাঁর বস্তবসচেতনতা ফুটে উঠেছে।

সুজয় প্রসাদের পোস্টে, মায়ের প্রতি তাঁর 'অভিমান'ই যেন কেন্দ্রিভুত হয়েছে। কথায় বলে, 'স্মৃতি সততই সুখের', কিন্তু মায়ের প্রতি অভিনেতার স্মৃতি রোমন্থনের মুহুর্ত, তাঁকে আরো বিষাদগ্রস্ত করে তুলছে। তাঁর যেন মা-কে জড়িয়ে বলতে ইচ্ছে হয়েছে, তিনি রাগী হলেও, কখনো ছেড়ে যাননি কাউকে, কিন্তু মা কেন আজ তাঁকে একা করে দিয়ে চলে গেলেন!

বাড়ির ঘরোয়া কাজের জন্য, অভিনেতার মায়ের পানের বাটা , অভিনেতার মায়ের বিছানায় রাখা হয়েছিল। আর এই পানের বাটার গন্ধই হল, অভিনেতার বিষন্নতার গতিপ্রবাহ বৃদ্ধির অনুঘটক। জর্দার গন্ধ পেয়ে, তিনি ক্ষণিকের জন্য আবেগঘন হয়ে পড়েন। তাঁর মনে হয়, মা যেন এই মুহূর্তে তাঁর সঙ্গেই আছেন। তিনি তাঁর সামাজিক মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে সর্বশেষে যোগ করেছেন, মায়ের এইসব "নতুন পুরনো গন্ধ নিয়েই বাঁচতে হবে", কারণ জীবন মানে থেমে থাকা নয়। মায়ের স্মৃতি নিয়েই বাকি পথ তাঁকে পেড়িয়ে যেতে হবে।

সুজয় প্রসাদ থেমে থাকেননি, নিজের মত গুছিয়ে নিচ্ছেন নিজেকে। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত, 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori) ধারাবাহিকে। আগামী ২০ মে, তাঁর অভিনীত ' বেলাশুরু' (Belashuru) ছবিটি মুক্তি পাবে। সেখানে তিনি প্রয়াত কিংবদন্তি জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) দুহিতার চরিত্রে থাকা ঋতুপর্ণা সেনগুপ্তের(Rituparna Sengupta) স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।