আট মাসের অন্তঃসত্বা, সঙ্গে জিমে গিয়ে শরীরচর্চা, প্রশংসায় শুভশ্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/10/2023   শেষ আপডেট: 01/10/2023 10:14 p.m.
instagram.com/subhashreeganguly_real

গত সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান

২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। তিন বছর পর রাজ-শুভশ্রীর সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ডিসেম্বরেই মিলতে পারে খুশির খবর। গত সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। হাজির ছিলেন তার পরিবার-প্রিয়জনেরা। কাছের মানুষদের উপস্থিতিতেই মিটল সাধ। ফ্লোরাল চুড়িদার, মাথা ভর্তি সিঁদুর, কানে ঝুমকো সঙ্গে প্রেগনেন্সি গ্লো নিয়ে দিব্যি দ্বিতীয়বার সাধের স্বাদ নিলেন শুভশ্রী।

এবার শুভশ্রীর দেখা মিলল অন্য অবতারে। আট মাসের অন্তঃসত্ত্বা তিনি, রয়েছে বাড়তি ঝক্কি। আর এসবের মাঝেই চলছে জমজমাট শরীরচর্চা। সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

এই ভিডিও দেখে একদিকে যেমন মানুষ 'ইনস্পিরেশন' হিসেবে মানছে শুভশ্রীকে। অন্যদিকে, উঠেছে ট্রোলের পাহার।