শ্রীলেখা মিত্রের মুকুটে নয়া পালক, হাতে এল 'দ্য লেজেন্ড অফ বেঙ্গল' সম্মান
কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে দেওয়া হল পুরস্কার
খবর মিলেছিল সকালে। অবশেষে হাতে এল পুরস্কার। আজ, শনিবার কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দ্য লেজেন্ড অফ বেঙ্গল সম্মান জানানো হল। তুলে দেওয়া হল পুরস্কার। নিজেও সেই ছবি অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই এই সম্মান পাওয়ার পর দারুন আপ্লুত শ্রীলেখা।
ছবির সঙ্গে অভিনেত্রীর বক্তব্য, "আমি কিন্তু তৃণমূলে যোগদান করছিনা। ছবি দেখে ট্রোল করার আগেই বলে দিলাম বাপু।"
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার তরফে কৃষ্ণা পাল সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, "শ্রীলেখা যে কেবল একজন ভালো অভিনেত্রী তাই নয়, তিনি একজন বড় মনের মানুষও বটে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। পশুদের যত্নে রাখেন। তাঁর পশুদের প্রতি প্রেম প্রমাণ করে যে তিনি কেবল একজন অভিনেত্রী নন, তাঁর আরও একাধিক পরিচয় আছে, সর্বোপরি তিনি একজন ভালো মনের মানুষ। আর তাই এই সম্মান তাঁকে দেওয়া হয়েছে।"