দীপাবলির মাঝে নিভলো আলো— চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/11/2020   শেষ আপডেট: 15/11/2020 5:21 p.m.
সৌমিত্র চট্টোপাধ্যায় - youtube

নক্ষত্রপতন!— ৪০ দিনের লড়াই শেষে হেরে গেলেন ফেলু মিত্তির

টানা ৪০ দিন। দাঁতে দাঁত চেপে লড়েছেন অপু। আশা ছিলো ঠিক ফিরে এসে আবার জীবনের পথে নেমে পড়বেন তিনি। সেই হাসিমুখে আবার ফিরবেন স্বমহিমায়। কিন্তু না। যুদ্ধ শেষ। আজ দুপুর ১২:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে ওঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যু সংবাদ পেয়ে বেলভিউ হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৫ সালে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করা সৌমিত্র মঞ্চে অভিনয় শুরু করেন ছাত্রাবস্থাতেই। ১৯৫৯ সালে শুরু হয় ওঁর সিনেমার কেরিয়ার। এই দীর্ঘ ৬১ বছরে তিনি অভিনয় করেছেন ২৫০ টি সিনেমায়।

করোনা কাটিয়ে শুটিং শুরু করেছিলেন সৌমিত্র। তিনি মনে করতেন অভিনয় তাঁর কাছে বাঁচার বুস্টার। কিন্তু করোনাই কেড়ে নিলো বাঙালির প্রথম ফেলুদাকে। করোনা আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হন গত ৬ অক্টোবর। কিছুদিনের মধ্যে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও একাধিক কো মর্বিডিটি নিয়ে কোমায় চলে যান তিনি। মাঝে অবস্থার উন্নতি হলেও শেষরক্ষা হলো না।

প্রিয় অভিনেতার মৃত্যুতে দীপাবলির মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে বাঙালির মনে।