অক্সিজেন মাত্রা স্বাভাবিক হলেও অর্ধচেতন অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়
অবস্থা স্থিতিশীল। নতুন করে অবস্থার অবনতি না হলেও সংকট কাটেনি
সৌমিত্র কন্যা পৌলমী বসু জানিয়েছিলেন "বাবার গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিক কাজ করছে। অক্সিজেন মাত্রাও স্বাভাবিক হয়েছে।" আরও বলেছিলেন, আগের থেকে ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা। ১২ জন চিকিৎসকের একটি দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, চিকিৎসকদের বয়ান অনুযায়ী এখনও 'হাই রিস্ক' জোনে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শরীরে অক্সিজেন এবং সোডিয়ামের মাত্রা স্বাভাবিক হলেও পটাসিয়ামের মাত্রা যথেষ্ট কম। ফলস্বরূপ এখনও অর্ধচেতন অবস্থায় এই প্রবীণ অভিনেতা।
আরও পড়ুন
৮৫ বছরের এই অভিনেতার ক্যানসার, সুগার, প্রেসার, সিওপিডি-র মতো কো-মর্বিডিটি আছে। তাই করোনা রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথেই তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এখন আইটিইউতে চিকিৎসাধীন আছেন অভিনেতা।